 |
20th Mar 2019: বিএসএনএলইইউ এর ১৯তম প্রতিষ্ঠা দিবস পালন করুন,
আগামী ২২ মার্চ ২০১৯ বিএসএনএলইইউ এর ১৯তম প্রতিষ্ঠা দিবস বিএসএনএল এর প্রতিটি অফিস দফতরে ব্যাপক ঊদ্দীপনার সাথে পালন করুন।
|
|
 |
|
 |
 |
Com Sisir Kumar Roy
( President )
Com. Shankar Keshar Nepal
( Secretary )
Com. Jayanta Ghosh
( Treasurer )
|
|
 |
|
|
|
|
 |
|
 |
|
Site
Updated On : 4th Mar 2023 |
|
|
 |
|
|
 |
 |
[28th Oct 2021] |
TCS BSNL-কে 4G সরঞ্জাম সরবরাহ করতে প্রস্তুত – AUAB-কে জানালো। |
|
|
|
AUAB BSNL-এর 4G চালু নিশ্চিত করার জন্য ক্রমাগত লড়াই করে চলেছে।
সরকার বিএসএনএলকে বিদেশী বিক্রেতাদের কাছ থেকে সরঞ্জাম সংগ্রহ করতে নিষেধ করেছে।
সরকার BSNL-কে 4G পরিষেবা দেওয়ার জন্য তার BTS-কে আপগ্রেড করার অনুমতি দেয়নি।
এখন, ম্যানেজমেন্ট জানিয়েছে যে, TCS (Tata Consultancy Service) BSNL-কে 4G সরঞ্জাম সরবরাহ করতে প্রস্তুত।
TCS C-DOT এর সাথে মূল ইকুইপমেন্ট (সুইচিং ইকুইপমেন্ট) এর জন্য চুক্তি করেছে।
টিসিএস তেজস নামে একটি সংস্থাকেও গ্রহণ করেছে, যা সরঞ্জামগুলি তৈরি করবে।
ম্যানেজমেন্ট আরও জানিয়েছে যে, চণ্ডীগড় এবং আম্বালায় যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে এবং ক্রমাগত পরীক্ষা চলছে।
আরও, আমাদের জানানো হয়েছে যে, মাননীয় যোগাযোগ মন্ত্রী BSNL-এর জন্য 4G পরিষেবা চালু করার জন্য USO ফান্ড থেকে তহবিল পেতে প্রচেষ্টা নিচ্ছেন।
এটা বলার অপেক্ষা রাখে না যে, AUAB-এর ব্যানারে ইউনিয়ন এবং অ্যাসোসিয়েশনগুলির ঐক্য এবং BSNL-এর কর্মীদের নিরন্তর সংগ্রাম এই সমস্ত উন্নয়নের পথ প্রশস্ত করেছে।
যাইহোক, AUAB পরিস্থিতির উপর নজরদারি চালিয়ে যাবে এবং প্রয়োজনীয় হস্তক্ষেপও করবে। |
|
 |
|
|
 |
 |
[27th Oct 2021] |
*IDA-র অর্ডার প্রকাশিত* |
|
|
|
আজ ২৭/১০/২১ তারিখে DPE-র জারি করা নির্দেশিকার মাধ্যমে IDA-র হার ১/৭/২১ তারিখ থেকে ৩.৩% এবং ১/১০/২১ তারিখ থেকে আরও ৫.৫% বৃদ্ধি করা হল।
*ফলে পরিবর্তিত IDA-র হার দাঁড়াল :*
*০১/০৭/২০২১ – ১৭৩.৮%*
*০১/১০/২০২১ – ১৭৯.৩%*
BSNL-এর IDA পেনশনাররাও এই সুবিধা পাবেন। |
|
 |
|
|
 |
 |
[8th Oct 2021] |
কলকাতা টেলিফোনস্ সার্কেল, এর কার্যকরী সমিতির সভা |
|
|
|
৮ অক্টোবর,২০২১ শুক্রবার, বিশ্বনাথ দে চৌধুরী সভা ঘরে (মেটক্যাফে) বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন, কলকাতা টেলিফোনস্ সার্কেল, এর কার্যকরী সমিতির সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন কমরেড প্রবীর কুমার দত্ত, সার্কেল সভাপতি।
সভায় নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এবং সেই সঙ্গে উপযুক্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
হায়দ্রাবাদ সিইসি মিটিং এর গৃহিত সিদ্ধান্তগুলো রূপায়ণ সংক্রান্ত পর্যালোচনা করা হয়।
"মিট টু এমপ্লয়িজ" প্রচার কর্মসূচি সফলভাবে আমাদের সার্কেলে সম্পন্ন করা হয়েছে। এই কর্মসূচি উপলক্ষ্যে ২ হাজার প্যামফ্লেট ছাপানো হয় এবং সেগুলো প্রচার করা হয়েছে।
১০ দফা দাবি নিয়ে অল ইউনিয়ন অ্যান্ড অ্যাসোসিয়েশন এর গৃহিত সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
১৫ দফা দাবিতে ইতিমধ্যে বিএসএনএল কো- অরডিনেশন কমিটির দুই পর্যায়ের কর্মসূচি বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এই পর্যায়ের শেষ কর্মসূচি আগামী ২২ অক্টোবর সিজিএম অফিস অভিযান অত্যন্ত গুরুত্বসহকারে জমায়েত করে সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতিমধ্যে ৬ টি জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং তারা সর্বসম্মত ভাবে নতুন শাখা সংগঠন গঠন করেছে।
কনভেনশনের মধ্য দিয়ে যৌথভাবে সিটি, সেন্ট্রাল ও বিধাননগর শাখা বিএ ইস্ট নতুন জেলা কমিটি গঠন করেছে।
আরও চারটি জেলা কমিটি তাদের জেলা সম্মেলনের তারিখ ধার্য করেছে।
বাকি আছে ৩ টি জেলা, যারা এখনও তারিখ ঠিক করতে পারেন নি। তাদের অবিলম্বে তারিখ ঠিক করে সার্কেল ইউনিয়নকে জানাতে অনুরোধ করা হচ্ছে।
অভিনন্দন সহ,
শিশির কুমার রায়,
সার্কেল সম্পাদক। |
|
 |
|
|
|
|
 |
 |
[5th Oct 2021] |
বিএ/ডিজিএম/জিএম অফিস অভিযান ও বিক্ষোভ |
|
 |
|
প্রিয় কমরেডগণ,
১৫ দফা দাবিতে দেশব্যাপী বিএ/ডিজিএম/জিএম অফিস অভিযান ও বিক্ষোভ প্রদর্শন করেন বিএসএনএল এর নিয়মিত, অনিয়মিত ও অবসরপ্রাপ্ত কর্মীরা। কলকাতা টেলিফোনস্ সার্কেলে এই কর্মসূচি সফলভাবে প্রতিপালিত হয়েছে সত্যবালা, হাওড়া বিএ ওয়েস্ট, টেরিটিবাজার বিএ ইস্ট, বাগবাজার বিএ নর্থ, বালিগঞ্জপ্লেস , বিএ সাউথ ও টেলিফোনভবন, বিএ হেডকোয়ার্টার অফিস দফতরে।
সমস্ত সংগঠক ও নেতৃত্বদের ধন্যবাদ ও সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি।
- শিশির কুমার রায়,
আহ্বায়ক, বিএসএনএলসিসি,
কলকাতা টেলিফোনস্ সার্কেল। |
|
 |
|
|
 |
 |
[29th Sep 2021] |
সিটি, সেন্ট্রাল ও বিধাননগর শাখার যৌথ (বিএ ইষ্টের) সাংগঠনিক কনভেনশন |
|
 |
|
আজ ২৯ সেপ্টেম্বর,২০২১, বুধবার, বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন ,সিটিডি সার্কেলের অন্তর্ভুক্ত সিটি, সেন্ট্রাল ও বিধাননগর শাখার যৌথ (বিএ ইষ্টের) সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হয় টেরিটিবাজার ক্লাব রুমে। উক্ত সভায় সভাপতিত্ব করেন কমরেড শিশির কুমার রায় এবং কমরেড জয়ন্ত কুমার ঘোষকে নিয়ে গঠিত সভাপতিমন্ডলী। প্রথমে ইউনিয়নের রক্ত পতাকা উত্তোলন করেন কমরেড শিশির কুমার রায়, সার্কেল সম্পাদক। শহীদ বেদীতে মাল্যদান করেন কমরেড শিশির কুমার রায়, মনীষা বিশ্বাস,সুকান্তি মুখার্জি, জয়ন্ত কুমার ঘোষ সহ সার্কেল ইউনিয়ন ও এআইবিডিপি এর নেতৃবৃন্দ। নব নির্বাচিত ব্রান্চ্ সম্পাদক সুজিত গাঙ্গুলী, সুব্রত কুমার পাল ও স্বপন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ মাল্যদান করেন। কমরেড জ্যোৎস্না বসু, কমরেড পরিতোষ বসু ও কমরেড শিপ্রা মুখার্জি সহ শহীদদের স্মরণে কিছুক্ষন নিরবতা পালন করা হয়। কমরেড সুকান্তি মুখার্জি, আহবায়ক, খসড়া প্রতিবেদন পেশ করেন।
প্রতিবেদনকে সমর্থণ করে বক্তব্য রাখেন কমরেড সুব্রত পাল, কমরেড সুজিত গাঙ্গুলি ও কমরেড স্বপন দাস। আলোচনায় অংশ নেন বিধাননগর জেলার কমরেড কেশব নাগরী,সনত আচার্য, সেন্ট্রাল জেলার কমরেড স্বপন মিশ্র ও রবীন সাহা। কনভেনশন এর সাফল্য ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কমরেড মনীষা বিশ্বাস এআইবিডিপিএ। কমরেড শিশির কুমার রায়, সার্কেল সম্পাদক, পুরো বিষয়টির উপর বিস্তারিত আলোচনা করেন। এরপর সর্বসম্মত ভাবে প্রস্তাব অনুমোদন করা হয়। আগামী ২০২১-২০২৩ এই দুই বছরের জন্য ১৯ জনের জেলা কমিটি সর্বসম্মত ভাবে নির্বাচিত হয়।সভাপতি কমরেড শিশির কুমার রায়, সম্পাদক কমরেড সুকান্তি মুখার্জি ও কোষাধ্যক্ষ কমরেড জয়ন্ত কুমার ঘোষ সহ ১৯ জনের কমিটি। ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন কমরেড জয়ন্ত কুমার ঘোষ।। শ্লোগানের মধ্যে দিয়ে সভা শেষ করেন সভাপতি মন্ডলী। |
|
 |
|
|
|
|
|
|
 |
|