|
20th Mar 2019: বিএসএনএলইইউ এর ১৯তম প্রতিষ্ঠা দিবস পালন করুন,
আগামী ২২ মার্চ ২০১৯ বিএসএনএলইইউ এর ১৯তম প্রতিষ্ঠা দিবস বিএসএনএল এর প্রতিটি অফিস দফতরে ব্যাপক ঊদ্দীপনার সাথে পালন করুন।
|
|
|
|
|
|
Com Sisir Kumar Roy
( President )
Com. Shankar Keshar Nepal
( Secretary )
Com. Jayanta Ghosh
( Treasurer )
|
|
|
|
|
|
|
|
|
|
|
Site
Updated On : 23rd Jun 2024 |
|
|
|
|
|
[23rd Nov 2023] |
উত্তরাখণ্ড টানেল সঙ্কটের পিছনে মুনাফার ক্ষুধা নীতি কারণ - ট্রেড ইউনিয়নের অভিযোগ |
|
|
|
উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় টানেল ধসে ৪১ জন শ্রমিক আটকা পড়েছে। শ্রমিকরা 12ই নভেম্বর, 2023 সাল থেকে টানেলে আটকে আছে। ভারতের 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন অভিযোগ করেছে যে, দুর্ঘটনার পিছনে নিরাপত্তা নিয়মের সম্পূর্ণ লঙ্ঘন। তারা অভিযোগ করেছে, দীর্ঘ টানেল নির্মাণে জরুরী পরিস্থিতি মোকাবেলায় বাধ্যতামূলক এস্কেপ রুট/ টানেলগুলোও পরিকল্পিত ছিল না। যৌথ বিবৃতিতে সরকারের উচিত অবিলম্বে স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশন অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি অভিযোগ করেছে, কেন্দ্র উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করতে দেরি করে একটি দল পাঠিয়েছে। একটি পৃথক বিবৃতিতে, ভারতের নির্মাণ শ্রমিক ফেডারেশন অভিযোগ করেছে যে, এই দুর্ঘটনাটি সরকার কর্তৃক বাস্তবায়িত লাভের ক্ষুধার্ত উন্নয়ন নীতির ফলাফল।
-পি অভিমন্যু, জিএস। |
|
|
|
|
|
|
[22nd Nov 2023] |
ডাঃ কল্যাণ সাগর নিপ্পানি পরিচালক (এইচআর) হিসাবে নিযুক্ত হয়েছেন |
|
|
|
ডাঃ কল্যাণ সাগর নিপ্পানি ইতিমধ্যেই বিএসএনএলের পরিচালক (এইচআর) পদের জন্য নির্বাচিত হয়েছেন। তবে সরকারের পক্ষ থেকে আদেশ জারি করতে বিলম্ব হয়েছে। অনেক বিলম্বের পরে, আদেশ জারি করা হয়েছে, ডাঃ কল্যাণ সাগর নিপ্পানিকে বিএসএনএল- এর নতুন ডিরেক্টর (এইচআর) হিসাবে নিয়োগ করা হয়েছে। বিএসএনএলইইউ আন্তরিকভাবে অভিনন্দন, ডাঃ কল্যাণ সাগর নিপ্পানি।
-পি অভিমন্যু, জিএস। |
|
|
|
|
|
|
[22nd Nov 2023] |
টিইউআই (পরিবহন ও যোগাযোগ) এর 15 তম কংগ্রেস সফলভাবে সমাপ্ত হয়েছে৷ |
|
|
|
ট্রেড ইউনিয়ন ইন্টারন্যাশনাল (পরিবহন ও যোগাযোগ) এর 15 তম কংগ্রেস আজ সফলভাবে সমাপ্ত হয়েছে। এর আগে, কম.পি.অভিমন্যু, জিএস, কংগ্রেসে ভাষণ দেন। তিনি পুঁজিবাদী ব্যবস্থার সঙ্কট নিয়ে কথা বলেছিলেন, যার ফলস্বরূপ কাজের চাপ বৃদ্ধি, মজুরি স্থগিত, পেনশন কাটার পাশাপাশি ট্রেড ইউনিয়নের অধিকারের উপর আক্রমণ ভারত এবং বিশ্বের অন্যান্য অংশে শ্রমিক শ্রেণীর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কংগ্রেস শেষে তুরস্কের আলি রিজা ও কম. ফ্রান্সের ম্যাথিউ সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আট সদস্যের সচিবালয় এবং ২৪ সদস্যের নির্বাহী কমিটিও সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়।
-পি অভিমন্যু, জিএস। |
|
|
|
|
|
|
[17th Nov 2023] |
বিএসএনএল গত আগস্ট মাসে ২২ লাখ ল্যান্ডলাইন সংযোগ হারিয়েছে - ট্রাই এর রিপোর্ট |
|
pr_no |
|
ট্রাই আগষ্ট মাসের বিভিন্ন কোম্পানির গ্রাহক সংখ্যা বিষয়ে রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্ট অনুযায়ী, কেবলমাত্র বিএসএনএল গত আগস্ট মাসে ২২,২০,৬৫৪ জন গ্রাহক হারিয়েছে। অথচ সেই মাসে জিও তে ৩২,৪৫,৫৬৯ এবং এয়ারটেল এ ১২,১৭,৭০৪ সংখ্যক গ্রাহক যুক্ত হয়েছে। জিও ও এয়ারটেল আগেই সারা দেশে তাদের ৫জি পরিষেবা চালু করেছে। যদিও বিএসএনএল এখনও তাদের ৪জি পরিষেবা চালু করতে পারে নি। এরফলে স্বাভাবিক ভাবেই জিও ও এয়ারটেল, বিএসএনএল এর গ্রাহকদের সহজেই কব্জা করে নিচ্ছে। এটা শোনা যাচ্ছে যে বিএসএনএল এর ৪জি পরিষেবা পুরোপুরি চালু করতে অক্টোবর,২০২৪ লাগবে। এর মানে হলো, বিএসএনএল এর সম্পুর্ন ৪জি পরিষেবা চালু হওয়া দেখতে আমাদের এখনো এক বছর অপেক্ষা করতে হবে। এই সময়ে বিএসএনএল এর হাল কি হবে?
ট্রাই এর রিপোর্ট সঙ্গে দেওয়া হলো। |
|
|
|
|
|
|
[16th Nov 2023] |
শোক সংবাদ |
|
|
|
গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে টেলিকম কর্মচারী আন্দোলনের একজন দক্ষ সংগঠক কমরেড বৈদ্যনাথ ভট্টাচার্য ১৬ নভেম্বর,২০২৩ সকাল ০৩-৪০ মিনিটে প্রয়াত হয়েছেন। কিছুদিন ধরে হাসপাতালে তার চিকিৎসা চলছিল। কিন্তু শেষ রক্ষা করা যায়নি, চিকিৎসকদের সব চেষ্টা ব্যার্থ করে সকলকে ছেড়ে তিনি চলে গেলেন।২০০০ সালে বিএসএনএল গঠিত হওয়ার পর, যখন ৩ টি আলাদা আলাদা সংগঠনকে নিয়ে কলকাতা টেলিফোন সার্কেলে কম্পোজিট বিএসএনএল এম্প্লয়িজ ইউনিয়ন গঠন করা হয় ২৯ জুলাই, ২০০১ সালে, তখন তিনি সেই সংগঠন এর প্রথম সভাপতি নির্বাচিত হন এবং ২০০৫ সালের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ঐ পদে তিনি সংগঠনের কাজ করেন। পাশাপাশি তিনি উত্তর জেলা শাখা গঠিত হলে তার সম্পাদকের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন। আজ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে টেলিফোন ভবনে বেলা ১১-৩০ মিনিট এবং বাগবাজার টেলিফোন এক্সচেন্জ এ বেলা ১২-৩০ মিনিটে তার মরদেহ নিয়ে আশা হবে। সংশ্লিষ্ট সংগঠকদের তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হতে অনুরোধ করা হচ্ছে।বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটি, কলকাতা টেলিফোন সার্কেল তার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা প্রদর্শন করছে । তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।কমরেড বৈদ্যনাথ ভট্টাচার্য লালসেলাম।
কমরেড বৈদ্যনাথ ভট্টাচার্য অমর রহে।
-শিশির কুমার রায়, কনভেনার,বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটি। |
|
|
|
|
|
|
[13th Nov 2023] |
শ্রী সুব্রত সাহা, জিএম(ইস্ট/সাউথ), শ্রী জ্যোতির্ময় সামন্ত, ডিজিএম এবং বিএসএনএল এম্প্লয়িজ ইউনিয়ন এর মধ্যে মিটিং |
|
|
|
১৩ নভেম্বর,২০২৩ সোমবার জিএম(ইস্ট/সাউথ) শ্রী সুব্রত সাহা, ডিজিএম শ্রী জ্যোতির্ময় সামন্ত এবং বিএসএনএল এম্প্লয়িজ ইউনিয়ন এর মধ্যে নিম্নলিখিত কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এই আলোচনায় ছিলেন কমরেড শিশির কুমার রায়, সার্কেল সভাপতি,কমরেড শংকর কেশর নেপাল, সার্কেল সম্পাদক, কমরেড সুকান্তি মুখার্জি, সহসম্পাদক, কমরেড নির্মাল্য গঙ্গোপাধ্যায়, সহসম্পাদক এবং কমরেড সুজিত গাঙ্গুলী, সহকোষাধ্যক্ষ।
১) কমরেড জয়ন্ত কুমার ঘোষ, জেই, এর পোস্টিং সংক্রান্ত বিষয়।
২) বকেয়া স্টাফ অ্যামিনিটি সংক্রান্ত বিষয়।
৩) স্বচ্ছতার সঙ্গে স্ক্রাপ কপার কেবিল এবং স্টোর মেটেরিয়াল বিক্রি সংক্রান্ত বিষয়।
৪) লোকাল কাউন্সিল গঠণ সংক্রান্ত বিষয়।
৫) নন-এক্সিকিউটিভ কর্মীদের ই-অফিসে কাজের পাশওয়ার্ড দেওয়া সংক্রান্ত বিষয়।
৬) প্রতিটি ক্লাস্টারে বিভাগীয় কর্মী নিয়ে এফটিটিএইচ (ভারত ফাইবার) টিম গঠন করা সংক্রান্ত বিষয়।
প্রতিটি বিষয় নোট করেন জিএম শ্রী সুব্রত সাহা এবং তিনি ইতিবাচক বিবেচনা করার কথা বলেন। |
|
|
|
|
|
|
[10th Nov 2023] |
বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটির ডাকে সিজিএম অফিসে বিক্ষোভ |
|
dharna at cgm office |
|
১০ দফা স্থানীয় এবং সর্বভারতীয় দাবি নিয়ে বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটি, ক্যালকাটা টেলিফোনস্ সার্কেল, ১০ নভেম্বর,২০২৩ শুক্রবার টেলিফোন সিজিএম অফিসে জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করে। এই সভা পরিচালনা করেন কমরেড শিশির কুমার রায়, কনভেনার, বিএসএনএলসিসি। সার্কেল সম্পাদক কমরেড শংকর কেশর নেপাল, বিএসএনএলইইউ, কমরেড প্রদীপ্ত ঘোষ, সিটিটিএমইউ, কমরেড সঞ্জীব ব্যানার্জি, এআইবিডিপিএ এবং কর্টোর পক্ষে কমরেড সুনীল কুমার দত্ত এই বিক্ষোভ কর্মসূচীতে দাবিসনদের সমর্থনে বক্তব্য রাখেন।শ্রীরামপুর, ব্যারাকপুর, নর্থ, হাওড়া, বিধাননগর, যাদবপুর, আলিপুর, দক্ষিণ, হেডকোয়ার্টার, সেন্ট্রাল, সিটি, এলডি, প্ল্যানিং এবং ইজেডবিসি প্রতিটি এরিয়া থেকে বিএসএনএল এর কর্মরত, অনিয়মিত এবং পেনশনাররা ব্যাপক সংখ্যায় হাজির থেকে আজকের কর্মসূচীকে সফল করেছেন। আন্তরিক সংগ্রামী ধন্যবাদ এবং অভিনন্দন। লালসেলাম। |
|
|
|
|
|
|
|
|
|
|