15th Aug 2019: আসন্ন অষ্টম মেম্বারশীপ ভেরিফিকেশন ,

১৬ সেপ্টেম্বর, ২০১৯ অষ্টম মেম্বারশীপ ভেরিফিকেশন এ বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন কে পুনরায় বিপুল ভোটে জয়যুক্ত করুন 

 

20th Mar 2019: বিএসএনএলইইউ এর ১৯তম প্রতিষ্ঠা দিবস পালন করুন,

আগামী ২২ মার্চ ২০১৯  বিএসএনএলইইউ এর ১৯তম প্রতিষ্ঠা দিবস বিএসএনএল এর প্রতিটি অফিস দফতরে ব্যাপক ঊদ্দীপনার সাথে পালন করুন। 

 

Com Sisir Kumar Roy
( President )

Com. Shankar Keshar Nepal
( Secretary )

Com. Jayanta Ghosh
( Treasurer )

 
 
bsnleuctc@yahoo.co.in
 
BSNL Employees Union Calcutta Telephones Circle
 
Site Updated On : 9th May 2024
 
[9th May 2024]

নন- এক্সিকিউটিভদের কাছে মোবাইল হ্যান্ড সেট সুবিধা প্রসারিত করুন - নন- এক্সিকিউটিভদের সাথে বিমাতৃসুলভ আচরণ করবেন না - বিএসএনএলইইউ সিএমডি বিএসএনএল কে চিঠি লিখেছে

 

বিএসএনএল ম্যানেজমেন্ট কোম্পানির "চরম আর্থিক সংকট" উল্লেখ করে নন- এক্সিকিউটিভদের প্রতিটি দাবি প্রত্যাখ্যান করে। একই সময়ে, ম্যানেজমেন্ট এক্সিকিউটিভদের দাবি উদারভাবে এবং বৃহত্তর হৃদয়ে বিবেচনা করতে দ্বিধা করে না। কোম্পানির "চরম আর্থিক সঙ্কট" এক্সিকিউটিভদের দাবি পূরণে ব্যবস্থাপনার পথে আসে না। অবশ্যই, এই বিএসএনএল ম্যানেজমেন্ট নন- এক্সিকিউটিভদের সাথে বিমাতৃসুলভ আচরণ করছে। কয়েকদিন আগে, কর্পোরেট অফিস আদেশ জারি করেছে, এক্সিকিউটিভদের দ্বারা মোবাইল হ্যান্ডসেট কেনার জন্য প্রতিদানের পরিমাণ সুন্দরভাবে বাড়িয়েছে। নন- এক্সিকিউটিভরা, বিশেষ করে জেই, জেটিওর একই দায়িত্ব পালন করছে। আরও, Sr. TOAS, TTs এবং ATTগুলিও বিপণন কার্যক্রমে ব্যাপকভাবে মোবাইল ফোন ব্যবহার করে। কার্যকর যোগাযোগের জন্য তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে সমস্ত অ- নির্বাহীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ম্যানেজমেন্ট নন- এক্সিকিউটিভদের মোবাইল হ্যান্ডসেট প্রদানের সুবিধা প্রসারিত করেনি, তাই, বিএসএনএলইইউ আজ সিএমডি বিএসএনএলকে চিঠি দিয়েছে, দাবি করেছে যে নন- এক্সিকিউটিভদেরও অর্থ পরিশোধের সুবিধা দেওয়া উচিত। মোবাইল হ্যান্ডসেটের দামে।

-জন ভার্গিস, ভারপ্রাপ্ত জিএস।

 
[9th May 2024]

হিন্দু পত্রিকা প্রধানত যোগাযোগ মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবকে লেখা বিএসএনএলইইউ- এর চিঠি প্রকাশ করে

 

বিএসএনএলইইউ ভোডাফোন আইডিয়ার নেটওয়ার্ক ব্যবহার করে বিএসএনএল- কে তার 4G পরিষেবা চালু করতে সক্ষম করার জন্য সরকারের অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়ে মাননীয় যোগাযোগ মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছে। বিএসএনএলইইউ বিএসএনএল থেকে গ্রাহকদের ব্যাপকভাবে বিএসএনএল ত্যাগ বন্ধ করতে মিডিয়ার মাধ্যমে এই পরামর্শ দিয়েছে। বিএসএনএলইইউ- এর এই চিঠিটি মূলধারার সংবাদপত্রগুলিতে ব্যাপক কভারেজ পেয়েছে। ইটি টেলিকম এবং ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের কাগজপত্র অনুসরণ করে, দ্য হিন্দু সংবাদপত্র আজ বিএসএনএলইইউ- এর চিঠিকে বিশিষ্টভাবে কভার করেছে।আমরা হিন্দু পত্রিকার রিপোর্টিং প্রকাশ করছি।

-জন ভার্গিস, ভারপ্রাপ্ত জিএস।

 
[6th May 2024]

মাননীয় মন্ত্রীর কাছে বিএসএনএলইইউ- এর চিঠি মূলধারার সংবাদপত্রগুলিতে ব্যাপক কভারেজ পায়

 

04-05-2024 তারিখে, বিএসএনএলইইউ মাননীয় যোগাযোগ মন্ত্রীর কাছে একটি চিঠি লিখেছে, TCS দ্বারা 4G নেটওয়ার্ক চালু করার ক্ষেত্রে অযৌক্তিক বিলম্ব এবং বিএসএনএল থেকে গ্রাহকদের ব্যাপকভাবে বহির্গমনের জন্য এটি গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। 4G/ 5G পরিষেবার অনুপলব্ধতা।বিএসএনএলইইউ আরও হাইলাইট করেছে যে 1.8 কোটি গ্রাহক মার্চ, 2024- এ শেষ হওয়া আর্থিক বছরে বিএসএনএল ছেড়েছেন। বিএসএনএলইইউ মাননীয় মন্ত্রীর কাছে ভোডাফোন আইডিয়ার নেটওয়ার্ক ব্যবহার করে বিএসএনএল- কে 4G পরিষেবা প্রদান করতে সক্ষম করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছে। এই চিঠি জাতীয় পত্রিকায় ব্যাপক কভারেজ পেয়েছে। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং ইটি টেলিকম বিএসএনএলইইউ- এর চিঠিটি বিশিষ্টভাবে প্রকাশ করেছে। আমরা এখানে উপরে উল্লিখিত সংবাদপত্রের ক্লিপিংস পুনরুত্পাদন করছি।

-জন ভার্গিস, ভারপ্রাপ্ত জিএস

 
[6th May 2024]

১ লক্ষ এফটিটিএইচ (ভারত ফাইবার) কানেকশনের দাবিতে বিক্ষোভ আন্দোলন গড়ে তুলুন 

 

 

# সেপ্টেম্বর, ২০২৪ এর মধ্যে ১ লক্ষ এফটিটিএইচ কানেকশন করতে হবে

# অবিলম্বে ৪ জি এবং ৫ জি মোবাইল পরিষেবা চালু করতে হবে

# বিভাগীয় কর্মীদের এফটিটিএইচ সহ সব বিভাগীয় কাজে যুক্ত করতে হবে

# সিএসসি নিয়মিত কর্মী দিয়ে চালাতে হবে

# নিয়মিত কর্মীদের সংগে কর্মরত অনিয়মিত কর্মীদের যুক্ত করতে হবে

# অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য পুণরায় ফেয়ার ওয়েল চালু করতে হবে

 

কর্মসূচীঃ

১) বাগবাজার ,১৪ মে, ২০২৪

২) হাওড়া সত্যবালা, ১৭ মে, ২০২৪

৩) টেরেটিবাজার, ২১ মে, ২০২৪

৪) বালিগঞ্জ প্লেস, ২৪ মে, ২০২৪

৫) টেলিফোন ভবনে কেন্দ্রীয় জমায়েত, ২৯ মে, ২০২৪

 

সময়ঃ বেলা ১ টা ৩০ মিনিট

দলে দলে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিন।

বিএসএনএলইইউ, সিটিটিএমইউ, এআইবিডিপিএ এবং কর্টোর কো-অর্ডিনেশন কমিটি,

কলকাতা টেলিফোনস্ সার্কেল

 
[1st May 2024]

বিএসএনএল এম্প্লয়িজ ইউনিয়ন, বিধাননগর শাখার তৃতীয় সম্মেলন অনুস্ঠিত হল 

img-20240505-wa0063 | img-20240505-wa0059 | img-20240505-wa0060
 

১৫/০৩/২০২৪ বিধাননগর টেলিফোন এক্সচেঞ্জে বিএসএনএলইইউ, বিধাননগর শাখার তৃতীয় সম্মেলন অনুস্ঠিত হয়। এই সম্মেলন থেকে সার্কেল ইউনিয়ন এর সভাপতি কমরেড শিশির কুমার রায় এবং সহ সার্কেল সম্পাদক কমরেড সুকান্তি মুখার্জী কে একটি সংবর্ধনা দেওয়া হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি কমরেড জয়ন্ত কুমার ঘোষ। এআইবিডিপিএ নেতৃত্ব কমরেড প্রদীপ পাল, দুলাল পাত্র, সমীর বিশ্বাস, কেশব নাগরি সহ অনেক নেতৃত্ব উপস্থিত ছিলেন।শঙ্কর কেশর নেপাল, সুজিত গাঙ্গুলী, জয়ন্ত মুখার্জী, স্বপন দাস, সহ বিএসএনএলইইউ এর নেতৃত্ব উপস্থিত ছিলেন এই অনুষ্টানে। কমরেড সুকান্তি মুখার্জী, এবং কমরেড শিশির রায় তাদের কর্মজীবনের অভিজ্ঞতা এবং ইউনিয়ন পরিচালনার ক্ষেত্রে তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। এছাড়া কমরেড দুলাল পাত্র, সুব্রত পাল, জয়ন্ত ঘোষ, সহ অনেক নেতা বক্তব্য রাখেন।

সভায় শাখার পক্ষ থেকে সার্কেল সম্পাদক কমরেড শঙ্কর কেশর নেপাল, সহ - কোষাধক্ষ কমরেড সুজিত গাঙ্গুলি ও সিটি শাখার সম্পাদক কমরেড স্বপন দাস কে সম্বর্ধিত করেন শাখা সম্পাদক সুব্রত পাল। 

সম্মেলনের রিপোর্ট এবং পরিক্ষীত আয়-ব্যায়ের হিসাবের উপর আলোচনা এবং জবাবী ভাষনের পর রিপোর্ট এবং আয়ব্যায়ের পরিক্ষিত হিসাব অনুমোদন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শাখার সভাপতি কমরেড জয়ন্ত কুমার ঘোষ। 

নির্বাচিত কমিটির নাম নিচে দেওয়া হল :

১) সভাপতি: কমঃ জয়ন্ত কুমার ঘোষ 

২) সহ সভাপতি: কমঃ জয়ন্ত মুখার্জী 

৩) সম্পাদক: কমঃ সুব্রত পাল 

৪) সহ সম্পাদক: কমঃ অসিত চন্দ 

৫) কোষাধ্যক্ষ: কমঃ সুব্রত বর্ধন 

৬) সহ কোষাধ্যক্ষ: কমঃ প্রণব কুমার সিকদার

৭) সাংগঠনিক সম্পাদক: কমঃ ভোলানাথ দাস

৮) সাঃ সম্পাদক কমঃ টেরেসা পল

৯) সাঃ সম্পাদক কমঃ গৌতম বৈরাগী

ধন্যবাদ জানিয়ে সভাপতি সভা শেষ করেন।

-সুব্রত পাল, সম্পাদক, বিধাননগর শাখা

 
[22nd Apr 2024]

শোক সংবাদ

 


কমরেড সমীরেন্দু সরকার আজ ( ২২/০৪/২০২৪) সোমবার সকাল ১০-৬ টার সময় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন  একটি বেসরকারী হসপিটালে। গত সপ্তাহে তিনি শারীরিক সমস্যা নিয়ে হসপিটালে ভর্তি হয়েছিলেন। বেশ কিছুদিন যাবত বারে বারে চিকিৎসার জন্য হসপিটালে তাকে ভর্তি হতে হচ্ছিল। সুস্থ হয়ে আবার বারি ফিরেছেন।কিন্তু এবার আর তার ফেরা হল না।তিনি লাইন্স্টাফ সেন্ট্রাল শাখার কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন সুনামের সংগে।অবসরের পর তিনি অল ইন্ডিয়া বিএসএনএল ডট পেনশনার অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল শাখার একজন সংগঠক ছিলেন। কিছুদিন যাবত ঘন ঘন শরীর খারাপ হওয়ার কারনে নিয়মিত সংগঠনের কাজ করতে পারছিলেন না।বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটি তার স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছে।তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছে।

-শিশির কুমার রায়, কনভেনার,বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটি।

 
[18th Apr 2024]

বিএসএনএল এম্প্লয়িজ ইউনিয়ন স্থবিরতা এবং বেতন ক্ষতির উদাহরণ জমা দিয়েছে শ্রী আর.কে. গয়াল, চেয়ারম্যান, মজুরি সংশোধন কমিটির নিকট

| 19
 

22 শে মার্চ, 2024- এ সাম্প্রতিক বৈঠকের পরে, যেখানে ম্যানেজমেন্ট স্থবিরতা এবং নন- এক্সিকিউটিভদের জন্য বেতন ক্ষতির ক্ষেত্রে বিশদ বিবরণের জন্য অনুরোধ করেছিল, বিএসএনএল এম্প্লয়িজ ইউনিয়ন পর্যালোচনার জন্য স্থবিরতার মামলা সহ বিস্তৃত ডেটা সংকলন করেছে এবং জমা দিয়েছে। আমরা উদ্বেগ প্রকাশ করছি যে প্রস্তাবিত বেতন স্কেল গ্রহণ করা এই সমস্যাগুলিকে আরও খারাপ করতে পারে। মজুরি আলোচনা কমিটির মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা এবং আলোচনার আহ্বান জানিয়ে, আমরা আলোচনা ত্বরান্বিত করার জন্য এক পাক্ষিকের মধ্যে পরবর্তী সভার দ্রুত সময়সূচী করার অনুরোধ করছি। সমস্ত বিএসএনএল নন- এক্সিকিউটিভ কর্মচারীদের জন্য ন্যায্য ক্ষতিপূরণ এবং ন্যায়সঙ্গত আচরণের জন্য আমাদের সাথে যোগ দিন। 

- জন ভার্গিস, ভারপ্রাপ্ত জিএস

 
You are Visitor Number Hit Counter
Hit Counter
[CHQ] [AP] [Kerala] [Karnataka] [Tamil Nadu] [Calcutta] [West Bengal] [Punjab] [Maharashtra] [Orissa] [MP] [Gujrat] [SNEA] [AIBSNLEA] [TEPU]
[Intranet / BSNL] [DOT] [DPE] [TRAI] [PIB] [CITU ] / AIBDPA