15th Aug 2019: আসন্ন অষ্টম মেম্বারশীপ ভেরিফিকেশন ,

১৬ সেপ্টেম্বর, ২০১৯ অষ্টম মেম্বারশীপ ভেরিফিকেশন এ বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন কে পুনরায় বিপুল ভোটে জয়যুক্ত করুন 

 

20th Mar 2019: বিএসএনএলইইউ এর ১৯তম প্রতিষ্ঠা দিবস পালন করুন,

আগামী ২২ মার্চ ২০১৯  বিএসএনএলইইউ এর ১৯তম প্রতিষ্ঠা দিবস বিএসএনএল এর প্রতিটি অফিস দফতরে ব্যাপক ঊদ্দীপনার সাথে পালন করুন। 

 

Com Sisir Kumar Roy
( President )

Com. Shankar Keshar Nepal
( Secretary )

Com. Jayanta Ghosh
( Treasurer )

 
 
bsnleuctc@yahoo.co.in
 
BSNL Employees Union Calcutta Telephones Circle
 
Site Updated On : 23rd Jun 2024
 
[6th Nov 2023]

জিএম(নর্থ/ওয়েস্ট ) এর অফিস সত্যবালা হাওড়ায় ধর্না ও বিক্ষোভ কর্মসূচী 

 

 ৬ নভেম্বর ,২০২৩ , সোমবার বিএসএনএলইইউ/সিটিটিএমইউ /এআইবিডিপিএ /কর্টো এর কো-অর্ডিনেশন কমিটির ডাকে জিএম(নর্থ/ওয়েস্ট ) এর অফিস সত্যবালা হাওড়ায় ধর্না ও বিক্ষোভ কর্মসূচী সংঘঠিত করা হয়।

 এই কর্মসূচী পরিচালনা করেন কমঃ বিনয় কুমার সিং ও কমঃ সুব্রত ঘোষ।

নিম্নলিখিত দাবি সনদ নিয়ে 

১) অবিলম্বে বেতন সংশোধন এবং পেনশন রিভিশন করতে হবে।

২) বিএসএনএল এর পরিষেবা (সার্ভিস) এর উন্নতি করতে হবে।

৩) অবিলম্বে বকেয়া স্টাফ এমিনিটিস্ দিতে হবে।

৪) মাসের দ্বিতীয় শনিবার পুনরায় ছুটি চালু করতে হবে এবং প্রতি মাসে সমস্ত কর্মচারীদের রবিবার ছাড়া আরও একদিন ছুটি দিতে হবে।

৫) অবিলম্বে নিয়মিত কর্মচারী এবং পেনশনারদের সমস্ত রকমের বকেয়া মেডিকেল বিল পরিশোধ করতে হবে।

৬) স্ক্রাপ মাল বিক্রিতে আরও স্বচ্ছতা আনতে হবে।

৭) নন-এক্সিকিউটিভ (গ্রুপ সি ও ডি) কর্মচারীদের সর্বত্র বিভাগীয় কাজের সঙ্গে আরও বেশী করে যুক্ত করতে হবে।

৮) অবিলম্বে লোকাল/সার্কেল কাউন্সিল চালু করতে হবে।

৯) অবসরের পর পুণরায় সম্বর্ধনা চালু করতে হবে।

১০) জেম পোর্টাল এর মাধ্যমে অনিয়মিত কর্মীদের জন্য টেন্ডার করতে হবে।

ব্যাপক জমায়েত করে এই কর্মসূচী সফলভাবে পালন করা হয়।

কমঃ শংকর কেশর নেপাল, সার্কেল সম্পাদক, কমঃ প্রদীপ্ত ঘোষ, সিটিটিএমইউ, কমঃ নন্দলাল পাঠক, এআইবিডিপিএ, কমঃ সুকান্তি মুখার্জি, জেলা সম্পাদক(অপারেশন এরিয়া ইস্ট) কমঃ বিশ্বজিত শীল, জেলা সম্পাদক (বিজনেস এরিয়া হেড কোয়াক্টার) কমঃ রামসুন্দর বসু, সহ সার্কেল সম্পাদক এবং কমঃ শিশির কুমার রায়, সহ সাধারণ সম্পাদক দাবিগুলি নিয়ে ব্যাখা করে বক্তব্য রাখেন।

এছাড়াও যেসকল নেতৃত্ব উপস্থিত ছিলেন তারা হলেন কমঃ প্রবীর দত্ত, কমঃ সুজিত গাঙ্গুলী, কমঃ তপন বিশ্বাস, কমঃ প্রদীপ কুমার সরকার, কমঃ প্রসেনজিৎ সাতরা এবং আরও অনেকে।

বিক্ষোভ এবং ধর্না কর্মসূচী শেষে জিএম এর সঙ্গে দাবিগুলি নিয়ে আলোচনা করা হয়। তিনি ধৈর্য সহকারে প্রতিটি বিষয় নোট করেন এবং বিবেচনা করার আশ্বাস দেন।

 
[31st Oct 2023]

জিএম(ইস্ট/সাউথ) এর অফিস বালিগঞ্জ প্লেসে ধর্না ও বিক্ষোভ কর্মসূচী 

 

৩১ অক্টোবর,২০২৩ , মঙ্গলবার বিএসএনএলইইউ/সিটিটিএমইউ /এআইবিডিপিএ /কর্টো এর কো-অর্ডিনেশন কমিটির ডাকে জিএম(ইস্ট/সাউথ) এর অফিস বালিগঞ্জ প্লেসে ধর্না ও বিক্ষোভ কর্মসূচী সংঘঠিত করা হয়।

 এই কর্মসূচী পরিচালনা করেন কমঃ সুকান্তি মুখার্জি ও কমঃ নির্মাল্য গঙ্গোপাধ্যায়।

নিম্নলিখিত দাবি সনদ নিয়ে 

১) অবিলম্বে বেতন সংশোধন এবং পেনশন রিভিশন করতে হবে।

২) বিএসএনএল এর পরিষেবা (সার্ভিস) এর উন্নতি করতে হবে।

৩) অবিলম্বে বকেয়া স্টাফ এমিনিটিস্ দিতে হবে।

৪) মাসের দ্বিতীয় শনিবার পুনরায় ছুটি চালু করতে হবে এবং প্রতি মাসে সমস্ত কর্মচারীদের রবিবার ছাড়া আরও একদিন ছুটি দিতে হবে।

৫) অবিলম্বে নিয়মিত কর্মচারী এবং পেনশনারদের সমস্ত রকমের বকেয়া মেডিকেল বিল পরিশোধ করতে হবে।

৬) স্ক্রাপ মাল বিক্রিতে আরও স্বচ্ছতা আনতে হবে।

৭) নন-এক্সিকিউটিভ (গ্রুপ সি ও ডি) কর্মচারীদের সর্বত্র বিভাগীয় কাজের সংগে আরও বেশী করে যুক্ত করতে হবে।

৮) অবিলম্বে লোকাল/সার্কেল কাউন্সিল চালু করতে হবে।

৯) অবসরের পর পুণরায় সম্বর্ধনা চালু করতে হবে।

১০) জেম পোর্টাল এর মাধ্যমে অনিয়মিত কর্মীদের জন্য টেন্ডার করতে হবে।

ব্যাপক জমায়েত করে এই কর্মসূচী সফলভাবে পালন করা হয়।

কমঃ শংকর কেশর নেপাল, সার্কেল সম্পাদক, কমঃ বিনয় কুমার সিং, কমঃ বিশ্বজিত শীল, কমঃ অতনু মজুমদার, কমঃ সন্তোষ কুমার, কমঃ সমীর বরণ জানা, কমঃ পলাশ চৌধুরী, কমঃ স্বপন কুমার দাস, কমঃ তপন কুমার বিশ্বাস বক্তব্য রাখেন।

এছাড়াও যেসকল নেতৃত্ব উপস্থিত ছিলেন তারা হলেন কমঃ মনিষা বিশ্বাস, কমঃ জয়ন্ত কুমার ঘোষ, কমঃ সুব্রত ঘোষ, কমঃ পি এম দাস, কমঃ সুজিত গাঙ্গুলী, কমঃ দীপংকর মজুমদার, কমঃ সুব্রত পাল এবং আরও অনেকে।

 
[31st Oct 2023]

Limited Internal Competitive Examination (LICE) for promotion to the grade of Junior Engineer (T) under 50% internal quota for vacancy year 2022 - [For working eligible BSNL employees only]. - Notification of Exam 

annexure-a( revised je vacancy for vy 2022)(2) | notificationje31102023_231031_185902
 
 
[12th Oct 2023]

সার্কুলার/সাএ/১২/২০২৩

 

১২ অক্টোবর, ২০২৩, বৃহস্পতিবার , বিএসএনএল এম্প্লয়িজ ইউনিয়ন, ক্যালকাটা টেলিফোনস সার্কেলের কার্যকরী সমিতির একটি সভা বিশ্বনাথ দে চৌধুরী সভাঘর, ইউনিয়ন অফিসে অনুস্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন কমরেড শিশির কুমার রায়, সার্কেল সভাপতি। গত সভার পর যারা ট্রেড ইউনিয়ন, শ্রেনী আন্দোলন এবং প্যালেস্টাইন মুক্তিযুদ্ধে নিহত হয়েছেন, তাদের স্মৃতির প্রতি নিরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সভাপতি সভা শুরু করেন। 

সার্কেল সম্পাদক কমঃ শংকর কেশর নেপাল এরপর আলোচ্য বিষয়সমূহ সভার সামনে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহনের জন্য পেশ করেন। 

বিস্তারিত আলোচনার পর নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গ্রহন করা হয়।

 

১) ডিসেম্বরের ৭ ও ৮ তারিখ দিল্লিতে সর্বভারতীয় ইউনিয়নের উদ্যোগে ২দিনের ট্রেড ইউনিয়ন ক্লাস অনুস্ঠিত হবে। প্রতিটি জেলা থেকে নুন্যতম ১জন করে এই ক্লাসে অংশ নিতে হবে। যারা ট্রেড ইউনিয়ন ক্লাসে অংশ নেবে, তাদের জন্য জেলা সম্পাদকদের দিল্লি যাওয়া এবং ফেরার টিকিট কাটার জন্য ব্যবস্থা করতে হবে। 

২) নন-এক্সিকিউটিভ জয়েন্ট ফোরামের বিক্ষোভ কর্মসূচী ২ নভেম্বর জেলাস্তরে এবং ২৮ নভেম্বর মানব বন্ধন কর্মসূচী সার্কেলস্তরে পালন করা হবে।

৩) টেলিপরিষেবা এবং কর্মচারী সমস্যা নিয়ে ৩১ অক্টোবর জিএম(পূর্ব/দক্ষিণ) এবং ৬ নভেম্বর জিএম(উত্তর/পশ্চিম) এর অফিস অভিযান ও বিক্ষোভ কর্মসূচী করা হবে।

৪) কেন্দ্রীয় কর্মসূচী সিজিএম এর অফিস টেলিফোন ভবন অভিযান ও বিক্ষোভ করা হবে নভেম্বর ১০ তারিখ।

৫) ডিসেম্বর মাসের ৯ ও ১০ তারিখ দিল্লিতে সর্বভারতীয় সংগঠনের কার্যকরী কমিটির সভা অনুস্ঠিত হবে। সেই সভায় কমঃ শিশির কুমার রায়, সহ-সাধারণ সম্পাদক এবং কমঃ শংকর কেশর নেপাল, সার্কেল সম্পাদক অংশ নেবেন। ওয়েজ রিভিশনের সর্বাত্বক প্রচেস্টা করার আন্দোলন গরে তুলতে হবে।

প্রচারের জন্য দাবিসনদসহ তারিখ অনুযায়ী একটি পোস্টার ছাপানো হবে।

 

সংগ্রামী অভিনন্দনসহ ,

শংকর কেশর নেপাল,সার্কেল সম্পাদক।

 
[11th Oct 2023]

ডিজিএম(এইচ আর/অ্যাডমিন) শ্রীসুমন চ্যাটার্জির সংগে বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটির আলোচনা 

 

১১ অক্টোবর,২০২৩, বুধবার ডিজিএম(এইচ আর/অ্যাডমিন) শ্রীসুমন চ্যাটার্জির সংগে বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটির নিম্নলিখিত বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়।

এই আলোচনায় যারা উপস্থিত ছিলেন শ্রী সুপ্রিয় কর, এজিএম(অ্যাডমিন), কমরেড শিশির কুমার রায়, কনভেনার, কমরেড শংকর কেশর নেপাল, সার্কেল সম্পাদক, কমরেড বিশ্বজিত শিল, সহসম্পাদক, বিএসএনএলইইউ, কমরেড সঞ্জীব ব্যানার্জি, সার্কেল সম্পাদক, এআইবিডিপিএ।

১) কর্মরত কর্মচারীদের এফআরএসি(FRAC) Google form, ১৩ অক্টোবর এর মধ্যে ফিলাপ করা সংক্রান্ত বিষয়।

২) পেনশনারদের মেডিকেল বিল পেমেন্ট সংক্রান্ত আলোচনা।

৩) বাসুদেব চক্রবর্তীর কোর্য়াটার ছাড়ার নো-অবজেকশন সার্টিফিকেট সংক্রান্ত বিষয়।

৪) শ্রীমতি সুজাতা ভট্টাচার্যের রিকোয়েস্ট ট্রান্সফার সংক্রান্ত বিষয়।

ইতিবাচক আলোচনা করা হয়।বিষয়গুলি গুরুত্বসহকারে বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন ।

-শিশির কুমার রায়, কনভেনার,

বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটি।

 
[10th Oct 2023]

জিএম(মোবাইল) শ্রী নিলয় সাহার সঙ্গে বিএসএনএল এম্প্লয়িজ ইউনিয়ন কোলকাতা টেলিফোনস্ এর মোবাইল পরিষেবার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা 

 

১০ অক্টোবর,২০২৩, মংগলবার জিএম(মোবাইল) শ্রী নিলয় সাহার সংগে বিএসএনএল এম্প্লয়িজ ইউনিয়ন কোলকাতা টেলিফোনস্ এর মোবাইল পরিষেবার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হয়।

এই আলোচনায় ইউনিয়ন এর পক্ষে উপস্থিত ছিলেন কমঃ শিশির কুমার রায়, কমঃ শংকর কেশর নেপাল, কমঃ সুকান্তি মুখার্জি, কমঃ প্রসেন্জিৎ রায়, কমঃ স্বপন কুমার দাস এবং কমঃ সমর রায় প্রমুখ।

কিভাবে মোবাইল পরিষেবার আরও উন্নতি করা যায়, গ্রাহক এবং আয় বাড়ানো, কবে ৪জি পরিষেবা চালু হবে, তার কাজ শুরু হয়েছে কিনা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।ইতিবাচক আলোচনা হয়েছে।

 
[5th Oct 2023]

Details of AUAB meeting 

 

Yesterday on the 3rd October,2023, Tuesday, an All Unions and Associations of BSNL(AUAB) meeting was held on at SNEA Association Office, 5th floor, Room No. 525 at 1400 hours. Com. Amar Mondal, CS, SEWA BSNL presided over the meeting.The following representatives  from AUAB were present in the meeting.BSNLEU:Com. Sisir Kumar Roy, CP, & Convenor.Com. Sukanti Mukherjee,Actg CS. Com. Jayanta Ghosh, Treasurer.Com Binay Kumar Singh, ACS.Com Biswajit Sil, ACS.NFTE:Com. Krishnendu Naskar, CS Com Biswajit Das, ACS.SNEA:Com. Amit Sarkar,CS.Com. Uttam Kumar Pal, CP.AIGETOA:Com. Dinesh Roy, CP.Com. Bishal Gourav,ACS.SNATTA:Com Sanjoy Das, CS,Com. Abhiram Mahato.FNTO:Com Alok Nandi, CS.Com Vijay Kumar Jaiswal.SEWA BSNL:Com Amar Mondal, CS.Com Swarup Das.After details discussion the following decisions have been taken.1) A Lunch Hour demonstration and submission of memorandum to CGM CTD will be organised by AUAB on 6th October,2023 at 1330 hours in front of CGM office, 2nd floor against deduction of Salary from the month of September.2) Second Saturday/One day off in every month will be granted by competent authority for all employees irrespective of cadres.All Circle Secretaries are requested to bring their members in this demonstration to make it a grand success.

Regards,

Sisir Kumar Roy, Convenor, AUAB CTD Circle

 
You are Visitor Number Hit Counter
Hit Counter
[CHQ] [AP] [Kerala] [Karnataka] [Tamil Nadu] [Calcutta] [West Bengal] [Punjab] [Maharashtra] [Orissa] [MP] [Gujrat] [SNEA] [AIBSNLEA] [TEPU]
[Intranet / BSNL] [DOT] [DPE] [TRAI] [PIB] [CITU ] / AIBDPA