15th Aug 2019: আসন্ন অষ্টম মেম্বারশীপ ভেরিফিকেশন ,

১৬ সেপ্টেম্বর, ২০১৯ অষ্টম মেম্বারশীপ ভেরিফিকেশন এ বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন কে পুনরায় বিপুল ভোটে জয়যুক্ত করুন 

 

20th Mar 2019: বিএসএনএলইইউ এর ১৯তম প্রতিষ্ঠা দিবস পালন করুন,

আগামী ২২ মার্চ ২০১৯  বিএসএনএলইইউ এর ১৯তম প্রতিষ্ঠা দিবস বিএসএনএল এর প্রতিটি অফিস দফতরে ব্যাপক ঊদ্দীপনার সাথে পালন করুন। 

 

Com Sisir Kumar Roy
( President )

Com. Shankar Keshar Nepal
( Secretary )

Com. Jayanta Ghosh
( Treasurer )

 
 
bsnleuctc@yahoo.co.in
 
BSNL Employees Union Calcutta Telephones Circle
 
Site Updated On : 4th Mar 2023
 
[1st Mar 2023]

 

BSNLEU’s views regarding merger of MTNL with BSNL.

BSNLEU’s views regarding merger of MTNL with BSNL.

 

 

In it’s letter dated 21.02.2023, addressed to the Secretary, Telecom and the CMD BSNL, the Joint Forum of Non-Executive Unions and Associations of BSNL has made the following points clear, on the merger of MTNL with BSNL.
 
(1)          MTNL is listed in the share market. It should be delisted before merger with BSNL. Merger of MTNL with BSNL should not be the backdoor method to start disinvestment in BSNL.
(2)          MTNL is having a liability of around Rs.30,000 crore. This liability should be taken over by the government and should not be loaded on BSNL.
(3)          MTNL’s networks are in a bad shape. The amount required to restore MTNL’s networks at Delhi and Mumbai, should be fully borne by the government.
 
BSNLEU is in total agreement with the above views of the Joint Forum. Hence, BSNLEU will individually or collectively, insist upon the above mentioned views regarding merger of MTNL with BSNL. 

In it’s letter dated 21.02.2023, addressed to the Secretary, Telecom and the CMD BSNL, the Joint Forum of Non-Executive Unions and Associations of BSNL has made the following points clear, on the merger of MTNL with BSNL. (1)          MTNL is listed in the share market. It should be delisted before merger with BSNL. Merger of MTNL with BSNL should not be the backdoor method to start disinvestment in BSNL.(2)          MTNL is having a liability of around Rs.30,000 crore. This liability should be taken over by the government and should not be loaded on BSNL.(3)          MTNL’s networks are in a bad shape. The amount required to restore MTNL’s networks at Delhi and Mumbai, should be fully borne by the government. BSNLEU is in total agreement with the above views of the Joint Forum. Hence, BSNLEU will individually or collectively, insist upon the above mentioned views regarding merger of MTNL with BSNL. 

 
[28th Feb 2023]

Notice of Extended Meeting of Kolkata Telephones BSNL Co-ordination Committee

 
Dear Comrades, The first program of Mazdoor Kisan Rally in Delhi on 5th April was completed on 24th February.An extended meeting has been convened by Kolkata Telephones BSNL Co-ordination Committee on 3rd March 2023 at 3:30 PM at Telephone Bhavan Ladies Club to take up the next promotional programme.All the officers of our BSNL Employees Union Kolkata Telephone Circle, Branch Secretaries and Joint Convenors of Women Sub Committee are invited to attend that meeting. With congratulations,
Shankar Keshar Nepal, Circle Editor.

Dear Comrades, The first program of Mazdoor Kisan Rally in Delhi on 5th April was completed on 24th February.An extended meeting has been convened by Kolkata Telephones BSNL Co-ordination Committee on 3rd March 2023 at 3:30 PM at Telephone Bhavan Ladies Club to take up the next promotional programme.All the officers of our BSNL Employees Union Kolkata Telephone Circle, Branch Secretaries and Joint Convenors of Women Sub Committee are invited to attend that meeting. With congratulations,

Shankar Keshar Nepal, Circle Editor.

 
[28th Oct 2022]

জেই এলআইসিই আগামী ১৮/১২/২০২২ হবে

 

জেই এলআইসিই যা অক্টোবর মাসে হবার কথা ছিলো কিন্তু নবম মেম্বারশিপ ভেরিফিকেশন এর জন্য পিছিয়ে দেওয়া হয়। তা আগামী ১৮ ডিসেম্বর, ২০২২ অনুষ্ঠিত হবে। 

 
[21st Oct 2022]

সিজিএম এর সঙ্গে মিটিং

 

গত ২১ অক্টোবর, শুক্রবার সিজিএম শ্রী দেবাশিস সরকার এর চেম্বারে বিএসএনএল এম্প্লয়িজ ইউনিয়ন এর সংগে একটি সভা অনুস্ঠিত হয়।এই সভায় ম্যানেজমেন্ট এর পক্ষে শ্রী সুমন চ্যাটার্জি ডিজিএম(এইচ আর অ্যাডমিন), শ্রী গৌতম চক্রবর্তী(টিএসটুসিজিএম), শ্রী সুপ্রিয় কর(এজিএমঅ্যাডমিন), শ্রী শ্যামল মন্ডল, (ওএসডি) এবং ইউনিয়নের পক্ষে কমঃ শিশির কুমার রায়, কমঃ শংকর কেশর নেপাল, কমঃ সুকান্তি মুখার্জি, কমঃ রামসুন্দর বসু, কমঃ বিনয় কুমার সিং, কমঃ বিশ্বজিত শিল এবং সুব্রত ঘোষ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় নিম্নলিখিত বিষয়গুলি আলোচনা করা হয়।
১) স্টাফ অ্যামিনিটি যা গত কয়েক বছর যাবত কর্মচারীদের দেওয়া হচ্ছে না। ইউনিয়ন থেকে দাবি করা হয় যে অবিলম্বে বকেয়া বিষয়গুলির নিস্পত্তি করতে হবে।২) পানীয় জল, সাধারন ব্যবহারের জল, টয়লেট, ল্যাটরিন যা কিনা অনেক অফিসে ঠিকমত পাওয়া যাচ্ছে না।ইউনিয়ন দাবি করে এই বিষয়গুলির নিস্পত্তি চেয়েছে।৩) রসা ক্লাস্টারে দীর্ঘ ৩ মাস ধরে টেলিফোন রক্ষনাবেক্ষনের কাজ বন্ধ। সেখানে এসএলএ ব্যবস্থা অচলাবস্থার সৃস্টি করেছে। ফলে গ্রাহক পরিষেবা ভেঙে পরেছে। ইউনিয়ন অবিলম্বে এর মিমাংসার দাবি করেছে।৪) স্ট্যাগনেশন জনিত কারনে এনইপিপি পাওয়ার পর এক অংশের কর্মচারীর বেতন কমে যাচ্ছে, যা কোন অবস্থায় কাম্য নয়। অবিলম্বে এর মিমাংসার দাবি করেছে ইউনিয়ন।কর্তৃপক্ষ নির্দিষ্ট কেস জানতে চেয়েছে এবং পে প্রোটেকশন এর ব্যাপারে একমত হয়েছেন।কিন্তু কর্পোরেট অফিসের অনুমোদন ছারা সেটা সম্ভব নয়।৫) রুল-৮ ট্রান্সফার সংক্রান্ত বিষয় -কুসুম পারিখ, টিটি, সিএসসি/দমদম এবং অন্য কেসগুলি নিয়ে আলোচনা করা হয়।৬) টেলিফোন ভবন এবং অন্য সব অফিসে কর্মরত হাউসকিপিং কর্মীরা প্রতিমাসে নিয়মিত বেতন পাচ্ছে না। ইউনিয়ন থেকে দাবি করা হয় যে অবিলম্বে মাসের বেতন সেই মাসে দেওয়ার ব্যবস্থা করতে হবে।৭) ফাইবার টু হোম বিষয়ের বিভিন্ন ট্যারিফ প্ল্যান নিয়ে আলোচনা করা হয়।প্ল্যানগুলিকে গ্রাহকবান্ধব করার প্রস্তাব দেওয়া হয়।৮) অনলাইন অ্যাট্নেডেন্স এর দুর্বল দিকগুলি নিয়ে আলোচনা করা হয়। সিজিএম জানান যে বিষয়গুলি তাদের নজরে আছে।সমাধান করার চেস্টা চলছে।৯) অবসরপ্রাপ্ত কর্মী বাসুদেব চক্রবর্তীর কোয়ার্টার দেরিতে ছারার কারনে তাকে ১৭ লক্ষের বেশী ড্যামেজ চার্জ করা হয়েছে। এই বিষয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু বিষয়টিপ চুরান্ত নিস্পত্তি হয়নি।১০) কল্যানী ট্রেনিং সেন্টারের নন এক্সিকিউটিভ কর্মচারীদের ডেপুটেশন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। সিজিএম জানান যে ট্রেনিং সেন্টার থেকে তার কাছে প্রস্তাব এলে তিনি বিবেচনা করবেন।১১) আউটসোর্সিং  করা সিএসসি কর্মচারীদের রিডেপ্লয়মেন্ট নিয়ে আলোচনা করা হয়। অনতিবিলম্বে এ বিষয়ে কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহন করবে।
বিস্তারিত আলোচনার পর সিজিএম শ্রী দেবাশিস সরকার বিষয়গুলি বিবেচনা করার বিষয় উল্লেখ করেন।

 
[15th Oct 2022]

সমস্ত কর্মচারী বন্ধুদের অভিনন্দন

 

সংগ্রামী অভিনন্দন সমস্ত নিয়মিত, অনিয়মিত ও অবসরপ্রাপ্ত  টেলিকম কমরেডদের যারা অক্লান্ত পরিশ্রম করেছেন বিগত চার মাস ব্যাপী এই নবম মেম্বাশীপ ভেরিফিকেশনের জন্য। অভিনন্দন জানাচ্ছি এআইবিডিপিএ , স্নাটা এবং সিটিটিএমইউ কে। সারা ভারতে বিএসএনএল এম্প্লয়িজ ইউনিয়ন ৪৮.৬২ শতাংশ গত বারের(২০১৯) তুলনায় ৫ শতাংশ বেশী  এবং কলকাতা টেলিফোন সার্কেলে ৬২.১০ শতাংশ গতবারের(২০১৯) চেয়ে ১৩ শতাংশ বেশী ভোট পেয়ে বিপুলভাবে  জয়লাভ করেছে। এই জয় আগামী ৩ বছরে সংগ্রামকে আরো বিকশিত করবে। টেলিকমের নির্বাচপমন্ডলী মোদি সরকারের বিএসএনএলকে ধ্বংস করার চক্রান্তের বিরুদ্ধে রায় দিয়েছে। রায় দিয়েছে আপসকামী সংঠনগুলির বিরুদ্ধেও।বিএসএনএলইইউ এর উপর কর্মচারীদের ধারাবাহিক ৯ বারের মধ্যে ৮ বার এই আস্থা ও ভরসা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। সর্বস্তরের কর্মীদের আর একবার রক্তিম অভিনন্দন।

সংকর কেশর নেপাল,সার্কেল সম্পাদক

বিএসএনএল এম্প্লয়িজ ইউনিয়ন, ক্যালকাটা টেলিফোন সার্কেল।

 
[19th Sep 2022]

টেলিফোন ওয়ার্কার

 
 
[20th Aug 2022]

অপারেশন এরিয়া (হেড কোয়ার্টার) কনভেনশন

 

২০ আগস্ট, ২০২২,শনিবার অপারেশন এরিয়া (হেড কোয়ার্টার) টেলিফোন ভবন লেডিজ ক্লাব ঘরে চারটি ইউনিয়নের এক কনভেনশন অনুস্ঠিত হয়। কনভেনশন পরিচালনা করার জন্য একটি সভাপতিমন্ডলী কমঃ পরেশ মেহন দাস, কমঃ বিশ্বজিত শীল এবং কমঃ রনিতা সেনগুপ্তকে নিয়ে গঠন করা হয়।শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কনভেনশনের কাজ শুরু হয়।কমঃ শিশির কুমার রায় ,কনভেনশন উদ্বোধন করে কেন্দ্রীয় সরকারের রাস্ট্রায়ত্ব সংস্থা বিক্রী এবং ভি আর এস বাতিল, ৪ জি প্রযুক্তিযুক্ত মোবাইল পরিষেবা চালু ও ওয়েজ/পেনশন রিভিশন করার বিষয় উল্লেখ করেন।সার্কেল সম্পাদক কমঃ শংকর কেশর নেপাল বর্তমান পরিস্থিতি এবং আন্দোলন সংগ্রামের কথা বলেন।প্রস্তাব পেশ করে বক্তব্য রাখেন কমঃ বিশ্বজিত শীল। প্রস্তাবের সমর্থনে কমঃ মনিষা বিশ্বাস, কমঃ রীতা ভক্ত এবং কমঃ প্রসেনজিৎ রায় বক্তব্য রাখেন।বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটি গঠনের প্রস্তাব পাশ করা হয় সর্বসম্মতিক্রমে। কমঃ মনিষা বিশ্বাস, সভাপতি, কমঃ বিশ্বজিত শীল, কনভেনার, কমঃ সোমনাথ দে, কোষাধ্যক্ষ এবং কমঃ সুনীল কুমার দত্তকে সদস্য করে বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটি(ওএ হেডকোয়ার্টার) গঠন করা হয়।উপস্থিত সকলকে ধন্যবাদ এবং নির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে কনভেনশন সমাপ্ত ঘোষনা করা হয়।

 
You are Visitor Number Hit Counter
Hit Counter
[CHQ] [AP] [Kerala] [Karnataka] [Tamil Nadu] [Calcutta] [West Bengal] [Punjab] [Maharashtra] [Orissa] [MP] [Gujrat] [SNEA] [AIBSNLEA] [TEPU]
[Intranet / BSNL] [DOT] [DPE] [TRAI] [PIB] [CITU ] / AIBDPA